01878- 02 18 02 - 5
আমাদের সাতন্ত্রিক বৈশিষ্ট্যঃ-
Today | : | 34 |
---|---|---|
Yesterday | : | 96 |
Last 7 Days | : | 28120 |
Total | : | 100781 |
শিক্ষাই জাতির উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি ও বিকাশের একমাত্র মাধ্যম- একথা স্মরণ রেখেই প্রতিষ্ঠানটির শুভযাত্রা। শিক্ষার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মকে গড়ে তোলার মহান প্রত্যয় নিয়ে এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। গতিশীল নেতৃত্ব, পরিচালনা পর্ষদের সময়োপযোগী পরিকল্পনা এবং প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকগণের ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি ভাল ফলাফল অর্জনের ক্ষেত্রে বেশ সুখ্যাতি অর্জন করেছে। আপনার সন্তান এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করে একজন আদর্শ নাগরিক এবং দেশ ও পরিবারের সম্পদ হিসেবে গড়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
আবুল মনসুর আজাদ
সভাপতি
দারুল ইসলাম মডেল একাডেমি
ডিজিটাল বাংলাদেশে মাত্র দুটো শব্দ দিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশকে প্রকাশ করা সম্ভব হয়েছে চমৎকার ভাবে।কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার র্কাযক্রম শুধু শব্দের বন্ধনে কাগজে কলমে সীমাবদ্ধ থাকতে পারেনা । তাইতো সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ চলছ। তথ্য এমন অবারিত যে, কোন প্রতিষ্ঠান বা বিষয় সর্ম্পকে আপনি যেকোন জায়গায় বসে জেনে নিতে পারেন মাউসের এক ক্লিকে। তাই আমাদের সমন্ধেই বা আপনারা অজ্ঞ থাকবেন কেন ? দারুল ইসলাম মডেল একাডেমি নোয়াখালীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ওয়েব সাইটে স্কুলের ইতহিাস, ঐতিহ্য, শিক্ষক শিক্ষার্থীদের তথ্য, স্কুলের ফলাফল, ও বিজ্ঞপ্তি সহ আরো অনেক কিছু থাকছে। আমি আশা করি এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক আরও ভাল ও নিবিড় হবে। এরকম একটা উদ্যোগ সফল করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।