একাডেমিক ড্রেস সংক্রান্ত নোটিস:= সম্মানিত অভিভাবক, আস্সালামু আলাইকুম আগামী 01/01/2023ইং তারিখের মধ্যে আপনার সন্তানের একাডেমিক ড্রেস সংক্রান্ত বিষয়টি সমাধান করে একাডেমিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সম্মানিত অভিভাবক,
আস্সালামু আলাইকুম
আগামী 01/01/2023 ইং তারিখের মধ্যে আপনার সন্তানের একাডেমিক ড্রেস সংক্রান্ত বিষয়টি সমাধান করে একাডেমিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
নির্ধারিত পোশাক ঃ-
# ছাত্রদের ড্রেসের ধরণ ঃ
১। টুপি (সাদা)
২। হাফ/ফুল শার্ট (সাদা)-সোল্ডার ও পকেট বাধ্যতামূলক
৩। ফুল প্যান্ট (নেভী ব্লু)
৩। সোয়েটার ( নেভী ব্লু- শীতকালে)
৪। ক্যাড্স ( সাদা)
# ছাত্রীদের ড্রেসের ধরণ ঃ
১। স্কার্ফ (সাদা)
২। জামা (নেভী ব্লু)
৩। পায়জামা (সাদা)
৩। সোয়েটার ( সাদা- শীতকালে)
৪। ক্যাড্স ( সাদা)
৫। সাদা এ’প্রন্ (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত)
৬। বোরকা ( নেভী ব্লু ও স্কার্ফ সাদা)