EIIN : 133730
School Code : 00 Ashrafia Bhaban, Golabaria, Begumgonj, Noakhali; 01878- 02 18 03 -4
দারুল ইসলাম মডেল স্কুল Darul Islam Model School Ashrafia Bhaban, Golabaria, Chowmuhani, Begumgonj, Noakhali
01878- 02 18 03 -4 ; darulislam2000@gmail.com
Headmaster Message

    ডিজিটাল বাংলাদেশে মাত্র দুটো শব্দ দিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশকে প্রকাশ করা সম্ভব হয়েছে চমৎকার ভাবে।কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার র্কাযক্রম শুধু শব্দের বন্ধনে কাগজে কলমে সীমাবদ্ধ থাকতে পারেনা । তাইতো সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ চলছ। তথ্য এমন অবারিত যে, কোন প্রতিষ্ঠান বা বিষয় সর্ম্পকে আপনি যেকোন জায়গায় বসে জেনে নিতে পারেন মাউসের এক ক্লিকে। তাই আমাদের সমন্ধেই বা আপনারা অজ্ঞ থাকবেন কেন ? দারুল ইসলাম মডেল একাডেমি নোয়াখালীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ওয়েব সাইটে স্কুলের ইতহিাস, ঐতিহ্য, শিক্ষক শিক্ষার্থীদের তথ্য, স্কুলের ফলাফল, ও বিজ্ঞপ্তি সহ আরো অনেক কিছু থাকছে। আমি আশা করি এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক আরও ভাল ও নিবিড় হবে। এরকম একটা উদ্যোগ সফল করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।


    মোহাম্মদ তিতুমীর            
    প্রধান শিক্ষক               
    দারুল ইসলাম মডেল একাডেমি