EIIN : 133730
School Code : 00 Ashrafia Bhaban, Golabaria, Begumgonj, Noakhali; 01878- 02 18 03 -4
দারুল ইসলাম মডেল স্কুল Darul Islam Model School Ashrafia Bhaban, Golabaria, Chowmuhani, Begumgonj, Noakhali
01878- 02 18 03 -4 ; darulislam2000@gmail.com
President Message

    শিক্ষাই জাতির উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি ও বিকাশের একমাত্র মাধ্যম- একথা স্মরণ রেখেই প্রতিষ্ঠানটির শুভযাত্রা। শিক্ষার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত যুগোপযোগী শিক্ষাদানের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মকে গড়ে তোলার মহান প্রত্যয় নিয়ে এ প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। গতিশীল নেতৃত্ব, পরিচালনা পর্ষদের সময়োপযোগী পরিকল্পনা এবং প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকগণের ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি ভাল ফলাফল অর্জনের ক্ষেত্রে বেশ সুখ্যাতি অর্জন করেছে। আপনার সন্তান এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করে একজন আদর্শ নাগরিক এবং দেশ ও পরিবারের সম্পদ হিসেবে গড়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস।


                                                                                                        আবুল মনসুর আজাদ             

    সভাপতি                  

    দারুল ইসলাম মডেল একাডেমি